

ভোলা সরকারী স্কুল মাঠে দিনব্যাপী ওয়াজ মাহফিলে উপস্থিত থাকছেন সাড়া জাগানো ওয়ায়েজ ও ধর্মীয় আলোচক আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিলসহ বেশ কয়েকজন ওলামায়ে কেরাম।
তানযিমুল কুরআন মাদরাসা ভোলার উদ্দ্যেগে আয়োজিত এ মাহফিলে আরও উপস্থিত থাকছেন তারুণ্যের কবি মুহিব খান।
দিনব্যাপী এ আয়োজনে এ ছাড়াও উপস্থিত থাকছেন পাতাবুনিয়ার পীর সাহেব সৈয়দ মাহবুবুর রহমান ওসমানী, বিশিষ্ট বক্তা মাওলানা ইয়াসিন নবীপুরী, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা মুহিব্বুল্লাহ ফরাজীসহ আরও অনেকে।
ভোলা জেলার বিভিন্ন কওমী মাদরাসাসমূহের মুহতামিমরাও থাকছেন মাহফিলের বিশেষ মেহমান হিসেবে।
ব্যাতিক্রমধর্মী এ আয়োজনে তিন পর্বে ধারাবাহিক সভাপতি হিসেবে থাকছেন মাওলানা আনাস, জনাব একেএম বজলুর রহমান, জনাব ইয়ারুল ইসলাম লিটন।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে আছর পর্যন্ত পরিচালিত এই ওয়াজ-মাহফিলে বেশিরভাগ মেহমানই ঢাকা থেকে হেলিকপ্টারে করে ভোলা যাচ্ছেন বলে জানিয়েছে মাহফিল সংশ্লিষ্ট একাধিক সূত্র।