
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা মহানগরীর সদর থানাধীন বাগমারা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো: মিজানুর রহমান বালা (৫৫) নিহত হয়েছেন। তিনি কেন্দ্রীয় সাবেক যুবলীগ নেতা মেঝবাহ হোসেন বুরুজের বড় ভাই। গতকাল বুধবার (২৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা যায়, নগরীর বাগমারা মেইন রোডস্থ জাহিদুর রহমান সড়কে তার বাসার সামনে তাকে কে বা কারা তার পেটে ও বুকে একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি ওই এলাকার মৃত জহুরুল হকের ছেলে।
সদর থানার ওসি মো: হুমায়ুন কবির জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে বাগমারা মেইন রোডস্থ জাহিদুর রহমান সড়কে তার বাসার সামনে রক্তাক্ত জখম অবস্থায় এলাকার কয়েকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে এনে ভর্তি করেন।
এ হত্যাকান্ডের কারণ বা জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

