রোহিঙ্গা ক্যাম্পে বাসমাহ ফাউন্ডেশনের “চিলড্রেন কেয়ার মেডিকেল ক্যাম্প” উদ্বোধন

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের হাকিমপাড়ায় বাসমাহ ফাউন্ডেশন তাদের তৃতীয় ‘চিলড্রেন কেয়ার সেন্টার ও মেডিকেল ক্যাম্প’ উদ্বোধন করেছে।

এসময় উপস্থিত ছিলেন বাসমাহ’র প্রধান আমেরিকা প্রবাসী মীর সাখাওয়াত হুসাইন। আরও উপস্থিত ছিলেন কক্সবাজার শ্রমিক লীগের সভাপতি জনাব জহিরুল ইসলাম শিকদার, বাসমাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, তেজগাঁও কলেজের ভাইস প্রিন্সিপ্যাল জনাব মির মুহাম্মদ দেলোয়ার হুসাইন সাহেব, সমাজসেবক মাওলানা গাজি ইয়াকুব, মিডিয়া ব্যক্তিত্ব জনাব মাওলানা গাজি সানাউল্লাহ, মাওলানা মুফতি মনোয়ার হুসাইন, বাসমাহ ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান জনাব মির মুজাম্মেল হুসাইন, জয়েন্ট সেক্রেটারি জনাব মাওলানা সাকিব মুস্তানসির, ট্রেজারার জনাব মির কবির হুসাইন প্রমূখ ও বাসমাহ ফাউন্ডেশন এর কর্মকর্তা কর্মচারী ও কলাকুশলীগন।

চিলড্রেন কেয়ার সেন্টার ও মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্যে মির সাখাওয়াত হুসাইন মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, গৃহহারা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠাই দিয়ে উনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে তা বিরল। এসময় তিনি হিজরতের কথা স্মরণ করেন এবং জনসেবায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি রোহিঙ্গা ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলেন তারা যেন সকল কাজে সর্বোচ্চ সহযোগিতা করে। বাচ্চাদের কেয়ার সেন্টারে পাঠিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দেয়। মেডিকেল ক্যাম্প ও চিল্ড্রেন কেয়ার সেন্টারের পাশাপাশি মসজিদ ও একটি নলকূপ স্থাপনের কাজ দ্রুততম সময়ে সমাপ্ত করার জন্য কর্মচারীদের তাগদা দেন।


কক্সবাজার শ্রমিক লীগের সভাপতি জনাব জহিরুল হক শিকদার তার বক্তব্যে জনসেবায় বাসমাহর কার্যক্রমকে ধন্যবাদ জানান এবং সকল প্রয়োজনে বাসমাহর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বাসমাহর সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকারী ও জাতিসংঘের রিফিউজি নীতিমালার যথাযথ অনুসরনের কথাও স্মরণ করিয়ে দেন। এছাড়াও অতিথিরা বিভিন্নভাবে বাসমাহ ফাউন্ডেশনের কাজ এগিয়ে নিকে সার্বিক পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য, চিলড্রেন কেয়ার সেন্টার ও মেডিকেল ক্যাম্প ১ ও ২ ইতিমধ্যে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। এর আগে কক্সবাজারে হোটেল ওশান প্যালেসে দিনব্যাপী কর্মী প্রশিক্ষণশালা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত : বাসমাহ ফাউন্ডেশন একটি অলাভজনক ও অরাজনৈতিক এনজিও ব্যুরো নিবন্ধনভুক্ত বেসরকারি সংস্থা যা বাসমাহ ইউ.এস.এ-র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাসমাহ ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশুদের প্রাথমীক চিকিৎসা সেবা দিয়ে আসছে।

ফাউন্ডেশন সম্পর্কে সার্বিক তথ্য নিতে : www.basmag-bd.org

মন্তব্য করুন