
শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ১২ জন কাউন্সিলর আনুষ্ঠানিকভাবে আ.লীগে যোগ দিয়েছেন।
আজ রোববার (২৪ মার্চ) বিকেলে মহানগরীর হাদিস পার্কের আ.লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের হাতে ফুল দিয়ে আ.লীগে যোগ দেন তারা।
যোগ দেওয়া কাউন্সিলরদের মধ্যে ৮ জন সাবেক ও বর্তমান বিএনপি নেতা, বাকি ৪ জন স্বতন্ত্র হিসেবে পরিচিত ছিলেন।
বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া কাউন্সিলরা হলেন কেসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, ৭ নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ পিন্টু, ৮ নম্বর ওয়ার্ডের এইচ এম ডালিম, ১২ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান মনির, ১৬ নম্বর ওয়ার্ডের আনিসুর রহমান বিশ্বাস, ১৭ নম্বর ওয়ার্ডে শেখ হাফিজুর রহমান হাফিজ, ২০ নম্বর ওয়ার্ডের শেখ গাউসুল আজম।
বিএনপি নেতাদের মধ্যে শেখ হাফিজুর রহমান, আনিসুর রহমান বিশ্বাসকে আগেই বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিলো। শেখ গাউসুল আজম নিজে বিএনপি থেকে পদত্যাগ করলেও পরে বিএনপির মনোনয়ন নিয়েই কাউন্সিলর পদে বিজয়ী হন। বাকিরা মহানগর ও থানা বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।
এছাড়া স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী ৪ কাউন্সিলর হলেন ২৩ নম্বর ওয়ার্ডের ইমাম হাসান চৌধুরী ময়না, ২৬ নম্বর ওয়ার্ডের গোলাম মওলা শানু, ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ আরিফুল ইসলাম মিঠু এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরা আকতার। এছাড়া ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ ইউনুস সরদারও আ.লীগে যোগ দিয়েছেন।
প্রসঙ্গত, কেসিসির ৩১টি সাধারণ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে বিগত নির্বাচনে ৯ বিএনপি নেতা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তাদের মধ্যে থেকে ৩ জন ছাড়া বাকি ৬ জন আ.লীগে যোগ দিলেন।
মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ভোট জালিয়াতির নির্বাচনে বিজয়ী মেয়র ও সংসদ সদস্যরা তাদের দলকে শক্তিশালী করতে অসৎ প্রক্রিয়ায় এগোচ্ছেন। এটা নিয়ে জনগণের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। বিএনপিতেও নেই। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে সোমবার প্রতিক্রিয়া জানানো হবে।

