
পাবলিক ভয়েস: ময়মনসিংহের নান্দাইলে নিজ বাড়িতে ডেকে এনে সোহেল (৩০) নামে এক জুয়াড়ি কুপিয়ে খুন করেছেন শাহাবুদ্দিন (২৬) নামে আরেক জুয়াড়িকে।
এদিকে শাহাবুদ্দিন নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে হত্যার কথা স্বীকার করেছেন।
গতকাল শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সোহেলের মৃত্যু হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে নান্দাইলের পৌর সদরের ঝাউগাড়া এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে সোহেলকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করেন শাহাবুদ্দিন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে মমেক হাসপাতালে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। তারা দু’জনেই এলাকায় জুয়া খেলার সঙ্গে জড়িত ছিলো জানিয়েছে স্থানীয়রা।

