খুলনায় মাটি চাপায় শ্রমিক নিহত

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৯

শেখ নাসির উদ্দিন, খুলনা: খুলনার রূপসায় মাটি চাপা পড়ে শাহাবুদ্দিন (৪০) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

আজ বুধবার (২০ মার্চ) সকালে রূপসার দক্ষিণ নন্দনপুর এনএসবি ইটভাটায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনএসবি ইটভাটায় কাজ করার সময় দুর্ঘটনাবশত শাহাবুদ্দিন মাটির নিচে চাপা পড়ে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করা হলেও তার জ্ঞান ছিল না। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় কোনো মামলা দায়ের হয়নি।

মন্তব্য করুন