
পাবলিক ভয়েস: দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য তিন জেলার সবকটি উপজেলাতেই ভোট অনুষ্ঠিত হচ্ছে।ভোটগ্রহণ শুরুর পর সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী বড়ঋষি চাকমা ভোটে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
রাঙ্গামাটির দশ উপজেলায় চলছে ভোটগ্রহণ। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো জেলায় নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি এখানে কেন্দ্রে কেন্দ্রে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
রাঙ্গামাটি সদর উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম। সকাল থেকেই ভোটারের কোনো লাইন দেখা যায়নি। তবে অনেকেই বলছেন, বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে।

