আল্লামা শফীকে উপহার দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ; কওমী ছাত্রদের বললেন দেশের সম্পদ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০১৯

রাজধানী ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জান খান কামাল বলেন, কওমি মাদ্রাসার ছাত্ররা দেশের প্রকৃত সম্পদ। তারা কেবল দেশেই নয় তাদের মেধার দ্বারা বিদেশেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারবে। অনুষ্ঠান শেষে তিনি আল্লামা আহমদ শফীকে নির্দিষ্ট একটি উপহার প্রদান করেন তবে উপহার কী ছিল তা জানা যায়নি।

চট্টগ্রাম হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিতিতে ফরিদাবাদ মাদ্রাসায় আজ ১৬ ই মার্চ খতমে বুখারী অনুষ্ঠান সম্পন্ন হয়। দাওরায়ে হাদিস সমাপনী ছাত্রদের আখেরী দরস দেন আল্লামা শাহ আহমদ শফী। রাত সাড়ে আটটার দিকে সেখানে উপস্থিত হন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কওমী মাদ্রাসা ছাত্রদের ভূয়সি প্রশংসা করেন এবং তিনি বলেন আমরা জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি আমি বিশ্বাস করি যেখানে আলেমরা থাকে সেখানে জঙ্গিবাদ থাকতে পারে না এবং তিনি সারাদেশে মাদক নির্মূলে আলেমদেরকে সাধারণ জনগনের প্রতি সচেতনতা তৈরি করতেও আহবান জানান।

মন্তব্য করুন