হাটহাজারী মাদরাসায় আগুন, ফায়ার সার্ভিস আসার আগেই নিয়ন্ত্রন করলো ছাত্ররা

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯
হাটহাজারী মাদরাসায় আগুন

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। হাটহাজারী মাদ্রাসার ‘ নুর মঞ্জিল’ ছাত্রাবাসের তৃতীয় তলায় এ আগুন লাগে বলে জানা গেছে। তবে কোনো ক্ষয় ক্ষতি ছাড়াই ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রত্যক্ষদর্শী আহমদ রফিক নামে এক ছাত্র জানায়; “ নুর মঞ্জিল” ছাত্রাবাসের তৃতীয় তলায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আগুনের সূত্রপাত হয় তবে অল্প সময়ের মধ্যেই তা নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণ নিয়েছে ছাত্ররা। আল্লাহর অশেষ মেহেরবানীতে কোন ক্ষয়ক্ষতি হয়নি”

মন্তব্য করুন