কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন : সরকারকে আল্লামা শফি

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ব্যবস্থাপনায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে দুই দিনব্যাপী শানে রেসালাত সম্মেলন শেষ হয়েছে । আজ সম্মেলনের শেষ দিন ছিল। ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ রোজ বৃহস্পতি ও জুমাবার দুই দিন জমিয়তুল ফালাহ ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শানে রেসালাত সম্মেলনে উপস্থিত জনতার একাংশ

শেষ দিনের প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী বলেন; “কাদিয়ানীরা মুসলিম নয়, তাদের অতিসত্বর কাফের ঘোষণা করুন” এ বিষয়ে সরকারকে আন্তরিক হতেও জোর দাবি জানান তিনি।

দু’দিন-ব্যাপী শা’নে রেসালত সম্মেলনের সমাপনি দিবসে সভাপতিত্ব করেন যথাক্রমে হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা শিহাবুদ্দিন।

সভাপতির আসনে হেফাজত মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী

 

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আহমদ শফী আরো বলেন; ইসলামের মৌলিক স্তম্ভ হলো পাঁচটি। যারা এ পাঁচ স্তম্ভ মেনে চলে তারা আস্তিক। যারা মানেনা তারা নাস্তিক। এই নাস্তিকরাই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাদিয়ানীরা খতমে নবুওয়ত স্বীকার করে না, তাই তারা কাফের। তারা নিজেদের আহমদিয়া মুসলিম জামাত পরিচয় দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এরা ইসলামের পরিভাষা ব্যবহার করতে পারে না।

মঞ্চে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন। নাস্তিকদের শাস্তির আইন সংসদে পাশ করুন। অন্যথায় রাসূল সা. এর খতমে নবুওয়তের হেফাজতের জন্য আমরা কঠিন আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।

তিনি আরো বলেন, আল্লাহর কুরআনের বিধানেই জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করেছে। অন্য কোন তন্ত্র-মন্ত্রে শান্তি আশা করা যায় না। আমরা যদি রাসূল সা.এর প্রকৃত অনুসরণ করে চলি তাহলে সমাজে হানাহানি, রক্তপাত থাকবে না। দেশের নেতৃত্ব যাদের হাতে তাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে যে কোনো অন্যায়, অনাচার, পাপাচার ও জুলুম নিপীড়ন করতে তারা কুণ্ঠাবোধ করছেনা। এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। তাই মুসলমানদেরকে খোদাভীরু নেতৃত্ব সৃষ্টি করতে হবে।

বয়ান করছেন মাওলানা মামুনুল হক

হেফাজতের আয়োজনে জমিয়াতুল ফালাহ ময়দানে শানে রেসালাত সম্মেলনে দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের মধ্যে আরো বক্তব্য রাখেন কাকরাইল তাবলিগী মারকাজের মুরুব্বী ও তাবলীগের বিশ্ব আলমী শূরার অন্যতম সদস্য মাওলানা হাফেজ জুবাইরসহ মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আবদুল বাসেত খান, মাওলানা হাসান জামিল, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন, হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ, মাওলানা লোকমান হাকীম, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আনিসুর রহমান,মাওলান আবদুল করিম প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও হাফেজ মোহাম্মদ ফায়সাল।

 

শানে রেসালাত সম্মেলনে উপস্থিত জনতার ঢল

দেশ বরেণ্য ওলামায়ে কেরামদের বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে শেষ হওয়া শানে রেসালাত সম্মেলনের শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যান কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেনন শায়খুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী দা. বা.।

মন্তব্য করুন