

ঢাকার পরিচিত ইসলামী শিক্ষাকেন্দ্র মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র ৫-ম বার্ষিক জাতীয় ইসলামী মহাসম্মেলনে আসছেন কওমী মাদরাসার প্রাণকেন্দ্র— দারুল উলূম দেওবন্দের নাযেমে তা’লীমাত (শিক্ষাসচিব) আল্লামা আফজাল হোসাইন কাইমুরী। মারকায পরিচালক বরেণ্য ওয়ায়েজ মুফতী হাবিবুর রহমান মিছবাহ এ খবর নিশ্চিত করেন।
১৫ মার্চ ২০১৯ দিল্লি থেকে বাংলাদেশের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৩টা নাগাদ নেমে সরাসরি মারকাযুত তাকওয়ার জাতীয় সম্মেলনে যোগদান করবেন তিনি।
উল্লেখ্য : ১৫ মার্চ ২০১৯ মারকাযুত তাকওয়ার জাতীয় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বরাবরের ন্যায় এবারও সকাল ৯টা থেকে শুরু হবে সম্মেলনটি। স্থান : আনন্দ—দাদা ফলের আড়ৎ, যাত্রাবাড়ি-শনিরআখড়া সড়ক, ফ্লাইওভার গেইট, ঢাকা। ব্যতিক্রমি এ আয়োজনে সভাপতিত্ব করবেন— চট্টগ্রাম জিরি মাদরাসার প্রিন্সিপাল আল্লামা শাহ মুহাম্মাদ তৈয়্যব।
প্রধান মেহমান হিসেবে তাশরীফ আনবেন— দারুল উলূম দেওবন্দের শিক্ষাসচিব আল্লামা আফজাল হোসাইন কাইমুরী। প্রধান অতিথি ও আখেরী বয়ান করবেন— নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
সকাল ৯টায় উদ্বোধনী বয়ান পেশ করবেন বিশ্ববরেণ্য ওয়ায়েজ— হাফেজ মাওলানা যোবায়ের আহমদ আনসারী।
মারকায কর্তৃপক্ষ জানান— জুমার নামায সম্মেলন ময়দানেই অনুষ্ঠিত হবে। জুমার বয়ান ও নামাযের ইমামতি করবেন মারকায পরিচালক মুফতী হাবিবুর রহমান মিছবাহ।
মারকাযের সহকারী পরিচালক মুফতী হাসান আহমদ ও শিক্ষাসচিব মুফতী হোসাইন আহমদ বলেন— প্রতিবছর সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শ্রোতা উপস্থিত হয় উক্ত সম্মেলনে এবং জুমার নামাযে শ্রোতা ও মুসুল্লীদের ঢল নামে। মারকাযুত তাকওয়ার সম্মেলন ও জুমআর নামায এলাকাবাসীর জন্য এখন একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করেন— এ বছরও তার ব্যতিক্রম হবে না।
উক্ত সম্মেলনে আরও বয়ান পেশ করবেন— আল্লামা মুফতী মিযানুর রহমান সাঈদ, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মুফতী মুস্তাকুন্নবী, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা নূরুল আমীন, মুফতী মাহফুজুর রহমান জাবের—সহ দেশের শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখ। এছাড়াও তাশরীফ আনবেন, শিক্ষাবিদ, সমাজসেবক ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ।