কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আর একটি শাপলা চত্বর হবে : আল্লামা বাবুনগরী

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, “কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবিতে প্রয়োজন হলে আরেকটি শাপলা চত্বর কায়েম হবে”

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ বিশ্ব মসজিদ ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আয়োজনে দুই দিনব্যাপী শানে রেসালাত সম্মেলন এর প্রথম দিন বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন; গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী কাদিয়ানীরা ‘আহমদিয়া মুসলিম জামাত’ নয়; বরং ওরা হচ্ছে ‘শয়তানিয়া কাফের জামাত’। বাংলাদেশে মুসলিম পরিচয় তাদেরকে কোন কার্যকলাপ করতে দেয়া হবে না এবং অতিসত্বর তাদেরকে কাফের ঘোষণার জোরালো দাবি জানান তিনি।

তিনি আরো বলেন, কাদিয়ানিরা সহজ-সরল মুসলমানদের ধোঁকা দিয়ে ইসলামের ক্ষতি সাধন করে যাচ্ছে। ইসলামের বিভিন্ন পরিভাষা ব্যবহার করে সাধারণ মুসলমানদের ঈমান হরণের মত জঘন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তারা। বাংলাদেশসহ বিশ্বের সমস্ত মুসলমান এবং আলেম-ওলামারা একমত যে কাদিয়ানিরা মুসলিম নয় বরং তারা ইসলামের বিভিন্ন আকীদা-বিশ্বাসকে নষ্ট করার পায়তারা করে যাচ্ছে। কোন মুসলমান তাদের কার্যক্রম সমর্থন করতে পারে না। তাই সরকারের প্রতি অনুরোধ থাকবে কাদিয়ানিরা এদেশে ভিন্ন পরিচয় নিয়ে বা সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচয়ে তাদের কার্যকলাপ পরিচালনা করুক। মুসলিম পরিচয়ে তাদের কোন কার্যক্রম পরিচালনা করতে না দেয়ার অনুরোধ জানান তিনি। সাথে সাথে তিনি বলেন, সাধারণ মুসলমানদের এই দাবি না মানলে নবীপ্রেমী মুসলমানদের নিয়ে আরেকটি শাপলা চত্বর কায়েম করা হবে হবে এবং দাবি আদায় করে নেয়া হবে।

প্রসঙ্গত : পঞ্চগড়ে আহমদীয়া কাদিয়ানি জামাতের তথাকথিত ইজতেমায় আয়োজনের ঘোষণার পর বাংলাদেশের ওলামায়ে কেরাম এবং সাধারণ মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েন। খতমে নবুয়াত আন্দোলনের নেতাকর্মীদের প্রচেষ্টায় সাধারণ মুসলমানদের সহযোগিতায় শেষ পর্যন্ত কাদিয়ানীদের ইজতেমা আয়োজন বন্ধ হয় কিন্তু তাদের তৎপরতা বন্ধ হয়নি। তাই বাংলাদেশের সর্বস্তরের আলেম-ওলামারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আন্দোলন করে যাচ্ছে।

মন্তব্য করুন