সাতক্ষীরায় বিশাল ভোটের ব্যবধানে হারল নৌকা

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

পাবলিক ভয়েস: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে অনেক বড় ভোটের ব্যবধানে হেরে গেছেন আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো.কবিরুজ্জামান মন্টু।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাচন কার্যালয় থেকে জাতীয় পার্টির প্রার্থী আকলিমা খাতুন লাকীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিন প্রার্থী অংশগ্রহণ করেন। জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীক নিয়ে অংশগ্রহণ করেন কৃষ্ণনগর ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান সন্ত্রাসীদের গুলিতে নিহত জাপা নেতা কেএম মোশারফ হোসেনের স্ত্রী আকলিমা খাতুন লাকী। নৌকা প্রতীক নিয়ে মাঠে ছিলেন আ.লীগের মো. কবিরুজ্জামান মন্টু। এছাড়া আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়েছেন আব্দুর রহমান।

কালিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জামির হায়দার জাগো নিউজকে বলেন, এ ইউনিয়নে ২০ হাজার ৫৫৩টি ভোট রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে দেখা যায়, লাঙল প্রতীক পেয়েছে ৭ হাজার ৪৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীক পেয়েছে ৩ হাজার ৪২১ ভোট আর নৌকা প্রতীক পেয়েছে ২ হাজার ১৩৫ ভোট। ফলাফলে বেসরকারিভাবে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী আকলিমা খাতুন লাকীকে বিজয়ী ঘোষণা করা হয়।

মন্তব্য করুন