

পাবলিক ভয়েস: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল খালেক (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খালেক দেওয়ানগঞ্জ উপজেলা আ.লীগের বিদ্রোহী প্রার্থী সোলাইমান হক সোলাইয়ের ভায়রা ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দেওয়ানগঞ্জ উপজেলায় পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের সঙ্গে আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সোলাইমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন সোলাইমানের ভায়রা ভাই খালেক। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।