
পাবলিক ভয়েস: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে স্ত্রী রেবা রাণীকে (৪০) হত্যার পর স্বামী শৈলেন কুমার (৫০) নামে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের থানা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শৈলেন কুমার যশোর সদর উপজেলার সাতমাইল গ্রামে বাসিন্দা ও তার স্ত্রী রেবা রাণী মাগুরা সদর উপজেলার নিত্যনন্দপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তারা দুইজন ওই এলাকায় মোদাচ্ছের আলী নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। নিহত শৈলেন কুমার পেশায় কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, স্ত্রী রেবা রাণীকে হত্যা করে তার স্বামী শৈলেন কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

