ঢাকায় ৪.১ মাত্রার মৃদু কম্পন অনুভূত

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
উপগ্রহ চিত্রে ভূমিকম্পের স্থান।

পাবলিক ভয়েস: রাজধানী ঢাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ১ বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, আজ মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিট ২ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

আগারগাঁও থেকে ৩৭ কিলোমিটার উত্তরপূর্ব দিকে গাজীপুরের কাছে এর উৎপত্তিস্থল বলেও জানান তিনি।

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। আর দেশের কোথাও এ কম্পন অনুভূত হয়েছি কিনা সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানাতে পারেননি এ আবহাওয়াবিদ।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি ভূমিকম্প অনুভূত হয়। এতে কেঁপে ওঠে রাজ্যটির সীমান্তবর্তী বাংলাদেশের চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনীসহ দক্ষিণ-পূর্বাঞ্চলও।

বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মন্তব্য করুন