মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

পাবলিক ভয়েস: কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে রাজিব (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রাজিব কেরুনতলী এলাকার মো. মফিজুর রহমানের ছেলে। সে হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো। আজ সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আ.লীগ নেতা মো. জাফর আলম ও সাংবাদিক ফরিদুল আলম জানান, সকালে বৃষ্টি শুরু হলে মইগ্যা ঘোনা এলাকায় নিজেদের লবন মাঠে প্লাস্টিকের শিট বিছিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রাজিব। এ সময় বজ্রপাতে পথেই তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন