
পাবলিক ভয়েস: বাগেরহাটে শরণখোলা ও মোংলা উপজেলায় পানিতে ডুবে দুই শিশু মারা গেছে তারা হলো, শরণখোলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের সাড়ে তিন বছর বয়সী শিশু ইউসুফ শাহরিয়ার ও মোংলার মিঠাখালী গ্রামের দুই বছর বয়সী ছাবেরা।
জানা যায়, আজ রোববার সকালে ইউসুফ শাহরিয়ার পুকুরের পানিতে পড়ে যায়। পরে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা দেন। মৃত শিশুটি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. ইব্রাহীম আকনের একমাত্র সন্তান।
একই দিন দুপুরে মোংলা উপজেলার মিঠাখালী গ্রামের ছাবেরা নামের এক শিশু নানা নজরুল শেখের বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে মারা গেছে। পরে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে যায়। পানিতে শিশুটির খেলনা ভাসতে দেখে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন।

