বাগেরহাটে প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দিয়ে প্রেমিকের আত্মহত্যা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০১৯

পাবলিক ভয়েস: বাগেরহাটের মোংলায় প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জাহাঙ্গীর হোসেন (১৭) নামে এক প্রেমিক। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের ট্রের্ডাস মসজিদ ক্রসরোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন ওই এলাকার জামাল হোসেনের ছেলে। তার সঙ্গে একই এলাকার এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল।

স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার বিকেলে জাহাঙ্গীর ওই মেয়েটিকে আইসক্রিম কিনে দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় মেয়েটির ওড়না রেখে দেয় জাহাঙ্গীর। পরে রাতে সেই ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করে। প্রেমিকের আত্মহত্যার খবর পেয়ে গা ঢাকা দিয়েছে প্রেমিকা। জাহাঙ্গীরের বাবা জামাল পেশায় একজন দিনমজুর। জাহাঙ্গীরও দিনমজুরির কাজ করতো।

মোংলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আহাদ বলেন, শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

মন্তব্য করুন