
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলেছে মা ও শিশুর কালিমাখা ছবি।

পাবলিক ভয়েস: সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় ফেলেছে মা ও শিশুর কালিমাখা একটি ছবি। রাজধানীর চকবাজারে আগুনে পুড়ে যাওয়া মা-শিশুর ছবি। তাই অনেকেই সমবেদনা জানিয়ে এটিকে শেয়ার করছেন। যা মুহূর্তেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে প্রকৃতপক্ষে ছবিটি চকবাজারের দুঘটনার নয়।
কসমস জার্নালসহ আরো কয়েকটি জার্নালে প্রকাশিত ছবিটি তুলেছেন চিত্রশিল্পী শেহজাদ নুরানী।
কসমস জার্নাল ২০১১ সালের ২২ জুলাই ‘চিলড্রেন অফ দ্য ব্ল্যাক ডাস্ট, চাইল্ড লেবার ইন বাংলাদেশ’ শিরোনামে ছবিটি প্রকাশ করে। এই ছবিসহ আরো কিছু ছবি প্রকাশ করেছে কসমস।