

বিশেষ প্রতিবেদন-
ওমর ফারুক মারুফ: মাদানীনগর ইসলাহী জোড় গতানুগতিক মাহফিল বা সেমিনারের মতো বক্তাকেন্দ্রিক না হলেও হযরত ইদ্রীস সন্দিপী রহ.-এর সঙ্গে আন্তরিক সম্পকের ফলে আগ থেকেই দেশবরেণ্য ও প্রথিতযশা উলামায়েকেরাম এখানে তাশরীফ আনেন। প্রতিবারের ন্যায় এবারও প্রধান অতিথি হিসেবে জোড়ে আসার কথা ছিল মাদানীনগরের আধ্যাত্মিক মুরব্বি রাহবারে মিল্লাত সদরে জমিয়ত সাইয়্যেদ আরশাদ আল মাদানী সাহেবের। কিন্তু হযরতের আকস্মিক অসুস্থতার কারণে প্রোগ্রাম সেট করা সম্ভব হয়নি।
আরও পড়ুন- মাদানীনগরের ৩২তম ইসলাহী জোড় আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি
এতদসত্বেও বেশ কজন বরেণ্য উলামায়ে কেরাম এবারের ইসলাহী জোড়ে শোভা ছড়াবেন। তাদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন,১-মাওলানা আবুল কাসেম নোমানী প্রিন্সিপাল দারুল উলূম দেওবন্দ ২-আল্লামা রাশেদ আজমী মুহাদ্দিস দারুল উলূম দেওবন্দ ৩-মুফতী আমীন পালনপুরী মুহাদ্দিস দারুলউলুম দেওন্দ ৪- মাওলানা আব্দুল মালেক মারকাযুদ্দাওয়া ৫- মাওলানা জোবায়ের আহমদ কাকরাইল ৬- মুফতী মিযানুর রহমান সাঈদ সহ প্রমুখ উলামায়ে কেরাম।