সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৯

পাবলিক ভয়েস: সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আছাবুর বাহিনীর এক দস্যু (২৬) নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এসময় চারটি দেশীয় একনলা বন্ধুক ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে সুন্দরবনের সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। নিহতের মরদেহ, অস্ত্র ও গুলি দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  কোস্টগার্ড নলিয়ান আউট পোস্টের একটি দল সোনাইমুখি খাল সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় দস্যুরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি ছুড়লে দস্যুরা পিছু হটে যায়। পরে ঘটনাস্থল থেকে আছাবুর বাহিনীর অজ্ঞাতপরিচয় এক দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন