প্রতীকী ছবি

পাবলিক ভয়েস: নোয়াখালীর বেগমগঞ্জে শিপন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিপন আলাইয়াপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে।
বেগমগঞ্জ থানা পুলিশ জানায়, নিহত শিপন আলাইয়াপুর ইউনিয়নের রমনীর হাটে একটি গ্যারেজ ভাড়া করে তার দু’টি সিএনজি অটোরিশা রাখতেন। অটোরিকশা ভাড়া দিয়েই তিনি সংসার চালাতেন। তার গ্যারেজে কিশোরগঞ্জ জেলার ইমন নামের কার্মচারী ছিলেন। কিন্তু শিপন নিহত হওয়ার পর থেকে ইমন গা ঢাকা দিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, হত্যাকান্ডের সাথে তার কর্মচারী ইমনসহ আরো কয়েকজন জড়িত থাককে পারে। তবে ইমনকে আটক করা গেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলেও তিনি জনান।

