অবশেষে আলোর দেখা পেলেন ওমান প্রবাসীরা

প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

ওমান প্রতিনিধি: গতকাল শনিবার থেকে মাসকাট রুটে বড় উড়োজাহাজ- স্বপ্নের ড্রিমলাইনার পেয়ে উচ্ছ্বসিত ওমান প্রবাসীরা। বাইজিদ আল-হাসান, ওমান প্রতিনিধি।

অনেক অপেক্ষার পর অবশেষে গতকাল শনিবার থেকে প্রথমবারের মতো ফ্লাইট চালু করেছে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হওয়া সবথেকে আধুনিক ও বড় উড়োজাহাজ “ড্রিমলাইনার” বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রীর কাছে চট্টগ্রাম সমিতি ওমানের বিশেষ অনুরোধে আজ থেকে চালু হতে যাচ্ছে মাস্কাট রুটে বড় উড়োজাহাজ ড্রিমলাইনার, সপ্তাহে ৬ দিন এই বড় উড়োজাহাজটি চলবে শুধু গতকাল শনিবার ছাড়া, ছয়দিনের ভিতর বড় উড়োজাহাজটি তিনদিন মাস্কাট টু চট্টগ্রাম, দুই দিন মাস্কাট টু ঢাকা, একদিন মাস্কট টু সিলেট ফ্লাইট পরিচালনা করবে।

বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে প্রতি ফ্ল্যাটে মিনিমাম তিনটি করে লাশ নিয়ে যাবে। বিমানের এমন উদ্যোগে দীর্ঘদিন যাবত ওমানে লাশ পরিবহনের যে ঝামেলাটি ছিল তা এখন থেকে অনেকাংশে নিরসন হবে বলে মনে করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মুহাম্মাদ ইয়াসিন চৌধুরী সিআইপি। চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষথেকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এর প্রতি।

চট্টগ্রাম সমিতি ওমানের নেতাকর্মী দের।

এদিকে গতকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে চট্টগ্রাম সমিতির এমন সফলতা দেখে বাংলাদেশ সোস্যাল ক্লাবের নেতাকর্মীদের ঘুম হারাম হয়ে গেছে, তারা সোস্যাল মিডিয়াতে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, সোস্যাল ক্লাবের এমন কাজে সমালোচনার ঝড় বইছে এখন পুরো ওমানেই।

মন্তব্য করুন