
পাবলিক ভয়েস: সাতকানিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় দিদারুল ইসলাম (২৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।
আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জনারখীল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিদারুল সাতকানিয়া উপজেলার জনার কেওচিয়া এলাকার রফিক আহমেদের ছেলে বলে জানান দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান।
তিনি বলেন, দিদার মোটরসাইকেল চালাচ্ছিল। এসময় পেছন দিক থেকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দিদার উপজেলা যুবলীগ কর্মী বলে জানা গেছে।

