মো. আরমান আলম।

পাবলিক ভয়েস: চট্টগ্রামের নগরের কালুরঘাট এলাকায় বয়লার বিস্ফোরণে মো. আরমান আলম (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এশিয়া প্যাসিফিক পেপার মিলে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনা ঘটলেও আমাদের জানানো হয় দুপুরে। বেলা ৩টার দিকে গিয়ে মরদেহ উদ্ধার করেছি আমরা।
তিনি বলেন, ফায়ার স্টেশনের অনুমোদন ছাড়াই এশিয়া প্যাসিফিক পেপার মিল চুলা স্থাপন করেছে। তাদের অগ্নিনির্বাপক ব্যবস্থাও নেই। আইন অনুযায়ী মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

