ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

পাবলিক ভয়েস: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে সাথী আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কলতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাথী গৌরীপুর উপজেলার তারাকান্দার বিশকা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও স্থানীয় কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, টিভির জ্যাক লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাথী। পরে তাকে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন