
পাবলিক ভয়েস: চট্টগ্রামে নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় টয়লেটে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মো. রাশেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, বাসার টয়লেটে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন রাশেদ। স্বজনরা রাশেদকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাশেদ স্থানীয় মো. ইউনুছ এর ছেলে বলে জানান আলাউদ্দিন তালুকদার।

