বাগেরহাটে বোমা হামলায় বিএনপি নেতা নিহত

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৯

পাবলিক ভয়েস: বাগেরহাটের রামপাল উপজেলায় বোমা হামলায় মইন উদ্দিন আকতার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। দুর্বৃত্তের বোমা হামলায় নিহত হন তিনি।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উজলকুড় ইউনিয়নের ভরসাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মইন উদ্দিন আকতার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আকতার দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তাকে লক্ষ্য করে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মারাত্মক আহত হন মইন উদ্দিন আকতার। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হেয়ায়েত হোসেন লিটন বলেন, দোকানে বসে চা খাওয়া অবস্থায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন আকতারের ওপর বোমা হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে গুরুতর আহত হন আকতার। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে তার ওপর কারা বোমা হামলা চালিয়েছে আমরা জানি না।

মন্তব্য করুন