
পাবলিক ভয়েস: ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের সময় স্থানীয়দের হামলায় নির্বাচন কমিশন অফিসের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে নিয়োজিত চারজন অস্থায়ীকর্মী আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সাদেকপুর সিদ্দিকা আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম (২৮), সহকারী ডাটা এন্ট্রি অপারেটর সেলিম (২৪), শাহাবুদ্দিন (২৬) ও আরিফ (২০)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বলেন, স্মার্টকার্ড বিতরণের সময় স্থানীয় কয়েকজন যুবক কেন্দ্রের ভিতরে স্মার্টকার্ডের কাভার বিক্রি করছিল। এসময় ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম কেন্দ্রর ভেতর কাভার বিক্রি করতে নিষেধ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাজুলকে মারধর করে।
খবর পেয়ে তার সহকর্মীরা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। পরে পুলিশ হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) জান্নাত জাহান বলেন, আহতরা সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

