চট্টগ্রামে ফ্লাইওভারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, আহত ২

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯

পাবলিক ভয়েস: আখতারুজ্জামান ফ্লাইওভারে মিনি ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই জন আহত হয়েছেন।

আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ফ্লাইওভারের লালখানবাজার অংশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- আগ্রাবাদ শান্তিবাগ এলাকার মো. জাকির হোসেন (৫০) ও ফটিকছড়ির মো. ফরহাদ (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত দুজনই অটোরিকশার যাত্রী। দুপুর দু্ইটার দিকে তাদেরকে হাসপাতালে আনা হয়। ক্যাজুয়ালিটি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য করুন