চট্টগ্রামে গ্যাস লাইনে বিস্ফোরণে আহত ২

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

পাবলিক ভয়েস: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার সিএন্ডবি টেক বাজার এলাকায় গ্যাসের পাইপলাইনে কাজ করতে গিয়ে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সিএন্ডবি এলাকার আজগর আলীর ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মো. আইমন (১৮) ও মো. সাজ্জাদ (২৪)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গ্যাসের পাইপলাইন থেকে ভবনে সংযোগের কাজ করছিল আইমন ও সাজ্জাদ। এ সময় গ্যাস লাইনে লিকেজ থাকায় তা অসাবধানতাবশত বিস্ফোরিত হয়। এতে দুজনেই দগ্ধ হন। পরে তাদের চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন