

কওমী মাদরাসা শিক্ষাকে মূলধারায় নয় বরং প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় আনতে হবে বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর নেতৃবৃন্দ।
গত ৫ ফেব্রুয়ারী ২০১৯ তারিখে সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনির দেওয়া বক্তব্য, “কওমী শিক্ষাকে বাংলাদেশের প্রচলিত মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্ত করতে চাই” নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বেফাক নেতৃবৃন্দ এ কথা বলেন।
আজ রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় বেফাকের সিনিয়র সহ-সভাপতি হযরত মাওলানা আরশাফ আলীর সভাপতিত্বে বেফাক মিলনায়তনে বেফাকের মজলিসে শুরার এক গুরুত্বপূর্ণ সভায় বেফাক নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।
তারা বলেন, হাজার বছর ধরে উপমহাদেশে চলে আসা দরসে নেজামীর (কওমী মাদরাসা শিক্ষা সিলেবাস) শিক্ষা ব্যবস্থাই আজকের কওমী শিক্ষা ব্যবস্থা। আর সরকার পরিচালিত শিক্ষা পদ্ধতি হচ্ছে বিদেশী ইংরেজ প্রবর্তিত। তাই কওমী ধারার পরিবর্তন নয় বরং ইংরেজ প্রবর্তিত বর্তমান সরকারি শিক্ষা ধারাকে পরিবর্তন করে মূলধারায় নিয়ে আসতে হবে। তবে মূলধারার শিক্ষাব্যবস্থা কী হবে তা বেফাক নেতৃবৃন্দ স্পষ্ট করেননি।
বেফাকের উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, পীর সাহেব, মধুপুর, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা সাজেদুর রহমান, মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মুফতী নুরুল আমীন, মাওলানা মাহফুযূল হক, মুফতী ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দীন রাজু, মুফতী নেয়ামতুল্লাহ, মাওলানা কেফায়েতুল্লাহ আযহারী, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা আনোয়ার, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুনিরুজ্জামান সাহেব, মাওলানা মসউদুল করীম, মাওলানা যোবায়ের আহমাদ আনসারী, মাওলানা রুহুল আমীন খান উজনবী, মাওলানা আব্দুল রব ইউসুফী, হযরত মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী প্রমুখ।