ওমানের সোহারে ভিলেজ হাইপার মার্কেট ও শিনাজ মলের ৩য় শাখার উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৯

বায়েজিদ আল হাসান, ওমান: ওমানের বন্দরনগরী সোহারের প্রসিদ্ধ ভিলেজ হাইপার মার্কেট ও শিনাজ মলের ৩য় শাখার উদ্বোধন কর হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপের কৃতি সন্তান ও গ্রুপ অফ ভিলেজ হাইপার মার্কেট ও শিনাজ মলের জেনারেল ম্যানেজার জনাব এম, এ রহমান ইউুসুফের তত্তাবধানে এক ঝাঁক বাংলাদেশী কর্মচারিদের নিয়ে মলটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার ও ওমানি স্পন্সর সিহাব হামাদ সেলিম আল জাবরি  সহ সোহারের গণ্যমানয ব্যক্তিবর্গ। পরে কোম্পানির স্পনসর তাকে সহ অন্যান্য বাংলাদেশী কর্মচারীদেরকে পুরুস্কৃত করেন।

এসময় কোম্পানির বাংলাদেশী স্টাফদের পুরুস্কৃত করেন কোম্পানির চেয়ারম্যান। বাংলাদেশী স্টাফদের কাজের দক্ষতা ও সততায় মুগ্ধ কোম্পানির পরিচালনা পরিষদ।

সিন্দাবাদের শহর খ্যাত ওমানের সোহারে বাংলাদেশীদের কাজে বেশ খুশি ওমান প্রবাসীরা। সাধারণ শ্রমিক থেকে শুরুকরে অফিসিয়াল চাকরিতেও বাংলাদেশীদের অবস্থান খুবই প্রসংসনীয়।

কোম্পানীর বেশিরভাগ স্টাফই বাংলাদেশী, একজন ব্যক্তির যা দরকার, তার সবই প্রায় রয়েছে এই মার্কেটে। চোখ ধাঁধানো ডেকোরেশান, বিভিন্ন র‍্যাকে শোভা পাচ্ছে দেশি বিদেশী হাজারো পণ্য। মাছ মাংস, সবজি, সবকিছুই পাওয়া যায় এই মার্কেটে, কোম্পানির মালিক যদিও একজন ইরানি, তবে তার কোম্পানির বেশিরভাগ স্টাফই বাংলাদেশী।

একজন ইরানি হয়েও কেনো বাংলাদেশী স্টাফদের প্রতি তার এতো টান এমন প্রশ্ন করলে তিনি বলেন” বাংলাদেশী শ্রমিক অত্যন্ত ভালো, তারা অনেক পরিশ্রম করতে পারে, যেকোনো কাজ করতে তারা খুবই দক্ষ, তবে দেশ থেকে নতুন আসার সময় অদক্ষ হয়ে প্রবাস এসে প্রথমে বিভিন্ন হয়রানির কথা ও স্বীকার করেন তিনি, দক্ষতা অর্জন করে প্রবাসে আসার পরামর্শ দেন এই ইরানী।

মাস্কাট থেকে প্রায় ৩০০ কিমি দূরে সোহারে এই কোম্পানির রয়েছে তিনটি ব্রাঞ্চ, সবকটি ব্রাঞ্চেই বেশিরভাগ বাংলাদেশী স্টাফ।

 

মন্তব্য করুন