

অসুস্থ হয়ে প্রায় আট দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল মোটামুটি সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
বৃহস্পতিবার বিকালে ঢাকার বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছে বলে জানিয়েছেন আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামূল হক ফারুকী।
হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর ঢাকা থেকে রিজেন্ট এয়ারলাইন্সের একটি বিমানে করে চট্টগ্রাম পৌঁছান আল্লামা বাবুনগরী। সেখান থেকে তিনি হাটহাজারী মাদ্রাসায় যান। হাটহাজারী মাদ্রাসায় গেলে এলাকাবাসী ও হাটহাজারী মাদ্রাসা ছাত্রদের উষ্ণ সংবর্ধনায় সিক্ত হন তিনি।
গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার বাঁ পায়ে অস্ত্রোপচার হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য ২৯ জানুয়ারি দুপর সাড়ে ১২ টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুলেন্সযোগে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে চট্টগ্রামের চিকিৎসা নিয়েছিলেন তিনি
প্রসঙ্গত : আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত। বয়স ও স্বাস্থ্যগত কিছু সমস্যা তার রোগকে আরও বৃদ্ধি করে তুলছিল বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।