

পাবলিক ভয়েস: আগামী ২০, ২১ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার মোহাম্মদপুরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসার অনুষ্ঠেয় ৬০ সালা দস্তারবন্দী সম্মেলন উপলক্ষ্যে দারুল উলুম দেওবন্দের মুহতামীম মাওলানা আবুল কাসেম নোমানী মাত্র ১৫ ঘন্টার সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসছেন ।
সম্মেলনের দ্বিতীয় ও শেষদিন লালমাটিয়া মাদরাসার বিস্তৃত চত্বরে মাওলানা আবুল কাসেম নোমানী বিগত ৬০ বছরের ফারেগীন ছাত্রদেরকে দস্তারে ফজিলত প্রদান করবেন বলে জানা যাচ্ছে।
মাও. আবুল কাসেমী নোমানীর বাংলাদেশ সফরের জন্য নির্ধারিত সময় ছিল আগামী ১৪ থেকে ২২ ফেব্রুয়ারি-এই ৯ দিন। কিন্তু নানান জটিলতার কারণে তাঁর এই সফর অনিশ্চয়তার মুখে পড়ে। পরে লালমাটিয়া মাদরাসার উস্তাযুল হাদীস মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমীর বিশেষ অনুরোধে তিনি মাত্র ১৫ ঘণ্টা সফরের জন্য সম্মত হন।
উল্লেখ্য যে, এ মাসের ২০, ২১ তারিখে লালমাটিয়া মাদরাসার প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে উলামায়ে কেরামের বড় একটি মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে- এতে মাও. আবুল কাসেম নোমানী ছাড়াও ভারতের নদওয়াতুল উলামার সালমান নদভী, শায়েখ ইব্রাহিম আফ্রিকী, দেওবন্দের খালিদ সাইফুল্লাহ রাহমানী এবং আল্লামা রাশেদ আজমীসহ দেশ-বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।