

পাবলিক ভয়েস: সুস্থ সংস্কৃতি চর্চার বিকাশে কাজ শুরু করা Katib Tv ১ লক্ষ সাবস্ক্রাইব পেরিয়েছে। এ উপলক্ষে কাতিব টিভি একটি ফেসবুক লাইভের আয়োজন করেছিল। সাবস্ক্রাইবাররা যেখানে তাদের অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বজুড়ে ইসলামি সংস্কৃতিপ্রেমীদের মুহূর্তের সঙ্গী হয়ে থাকার ইচ্ছায় সুস্থ বিনোনদনের অনলাইন ঠিকানা শ্লোগানে ২০১৫ সালে পথ চলা শুরু করে ইউটিউব চ্যানেলটি। নিয়মিত ইসলামী কন্টেন্টের মাধ্যমে সারাবিশ্বে দ্বীনের আলো ছড়িয়ে দিতে চায় কাতিব টিভি। সিলেটের উদ্দমী একদল তরুণের এ প্লাটফরম থেকে আগামীতে আসবে আকর্ষণীয় নানারকম ইসলামি অনুষ্ঠান, আলোচনা ও লাইভ প্রোগ্রাম।
কাতিব টিভির ১ লক্ষ সাবস্ক্রাইব পেরুনোর বিষয়ে পাবলিক ভয়েস’র সাথে আলাপকালে কাতিব টিভির সিইও হাফিজ মাওলানা ইনাম বিন সিদ্দিক বলেন, আজ এক আনন্দের দিন। আজকের দিনটি আমার অনেক সুখের, অনেক আনন্দের। আর এই আনন্দ পাচ্ছি একমাত্র কাতিব টিভির দর্শকদের কারণে। যদি দর্শক বন্ধুরা সাবস্ক্রাইব না করতেন তাহলে আজ একলক্ষের এই প্লাটফর্ম দেখতে পেতাম না। তাই সব অর্জন, সব কৃতজ্ঞতা সকল সাবস্ক্রাইবারদের। যদি সম্ভব হতো তাহলে আমি এই একলক্ষ বন্ধুদের নিয়ে আনন্দটা ভাগাভাগি করতাম। তবে স্বপ্ন দেখি একদিন সবাইকে নিয়ে কোন এক মাঠে আনন্দঘন পরিবেশ তৈরি হবে।
সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে তিনি বলেন, কাতিব টিভির একজন সাবস্ক্রাইবার মানে কাতিব টিভির একজন গর্বিত সদস্য। একটি পরিবারের একজন সদস্যের অনেক মূল্য। আমি হয়তো এই সদস্যের ঠিক মূল্যায়ন করতে পারতেছিনা, কোন পরামর্শ, কোন অভিযোগ অবশ্যই সরাসরি বলে দেবেন, এতে আমরা আগামীর কাজগুলো আরো ভালোভাবে করতে পারবো। কাতিব টিভি কোন দলের নয়, এটা সবার, এখানে দলমত নির্বিশেষে যে কেউ তার প্রতিভা বিকাশের মাধ্যম মনে করবেন। ১ লাখের পরিবারের সবাইকে অনিঃশেষ ভালোবাসা।
তিনি আরো বলেন, কাতিব এ পর্যন্ত আসার পেছনে যারাই আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। নাম নিলে অনেকের নিতে হবে। আমি সবার কাছে কৃতজ্ঞ।