
নাজমুস সাকিব
ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন যশরা ইউনিয়নে অবস্থিত যশরা যুব উন্নয়ন ক্লাব এর পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যশরা যুব উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা,পরিচালক মো: মাজাহারুল ইসলাম এবং ক্লাবের সকল সদস্যবৃন্দ। ক্লাবের প্রতিষ্ঠাতা বলেন আমাদের ক্লাব প্রতিষ্ঠার মুল লক্ষ্য হলো অসহায় ও বাসস্থানহীন মানুষের পাশে থাকা, সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষদের আর্থিক অনুদান ও সকল ধরনের সেবা দেয়া,আমরা সকলেই একসাথে বদলে দিতে চাই সমাজের চেহারা, দরিদ্র শিক্ষার্থীদের সকল ধরনের সুবিধা দিয়ে তাদের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করতে চাই।
আমরা চাই বিনা স্বার্থে একটি সুন্দর সমাজ ঘরতে, একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের দায়িত্ব শুধু নিজের জন্য বাঁচা নয়, বরং অসুস্থ ও পিছিয়ে পড়া মানুষের সেবা করা।
তিনি আরও বলেন, গরিবদের এবং অসহায় মানুষদের সেবা দেওয়া শুধু আমাদের দায়িত্ব নয়,আমরা চাই সমাজের বিত্তশালী এবং প্রবাসী ভাইদের সহযোগিতায় আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে

