গফরগাঁওয়ে ফুটপাত মুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫

নাজমুস সাকিব

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ফুটপাত মুক্ত করা হয়েছে। এ সময় একটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারেও অভিযান চালিয়ে জরিমানা করা হয়। আজ সোমবার দুপুরে পৌর শহরের জামতলা মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাক্তার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌরসভার উদ্যোগে শহরের জামতলা মোড় ও কলেজ রোডে,রাজনৈতিক দলের এবং সকল ধরনের  ব্যানার ফেস্টুন অপসারণ, পথচারীদের চলাচল বিঘ্নিত করতে ফুটপাত মুক্ত করা হয়।

পরে জামতলা মোড়স্থ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পৌরসভার ট্রেড লাইসেন্স, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমান আদালত জরিমানা করেন।

পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ বলেন, আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন