

আকরম হোসেন,নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আশেকিন আলম রাজন ১৯৯২ সালের নান্দাইল পৌরসভার কাকচর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। উনার বাবা একজন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।
দুই ভাই দুই বোনের মধ্যে আশেকিন আলম রাজন সবার ছোট। বর্তমানে তিনি
স্টাট – আপ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসাবে ঢাকায় কর্মরত আছেন তার স্ত্রী রৌনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত আছেন। উনার ১ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে। ২০০৯ সালে নান্দাইল উপজেলা হতে ১ম বারের মত শহীদ স্মৃতি আদর্শ কলেজ থেকে কমার্স বিভাগে এ + পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। উচ্চ শিক্ষার জন্য প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ
ডিগ্রী অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অধিকার আদায়ের সব সময়ে সোচ্চার ভূমিকা পালন করেছেন ছাত্র- রাজনীতির জাতীয় পর্যায়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ইসলামী রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে উলামা – মাশায়েখদের ডাকে অর্ধ দিবস হরতাল পালনে ভূমিকা পালন করায় বিগত সরকারের রোষানলের শিকার হয়ে ২০১৩ সালে ৬ মাস নির্যাতিত হয়েছেন ।
বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করে সিটি ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যোগ দেন এবং সিটি ব্যাংকে থাকাকালীন কাজ করেছেন কর্পোরেট এবং ইসলামিক ব্যাংকিং বিভাগে।স্বীকৃতি স্বরূপ হংকং এর দি এসেট ট্রিপল এ থেকে পেয়েছেন আন্তর্জাতিক সেরা এসএমই ব্যাংকিং এর স্বীকৃতি । এ ছাড়াও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ( জেদ্দা) থেকে ইসলামিক ট্রেড ফাইনান্সিং এর উপর আন্তর্জাতিক প্রশিক্ষণ পেয়েছেন। মালয়েশিয়া ইসলামিক ফাইনান্স রোড শো’তে দেশ বরণ্য এক্সপার্টদের সাথে উপদেষ্টা হিসাবে কাজ করার সন্মাননা অর্জন করেছেন।বাংলাদেশের সবচেয়ে বড় স্টার্ট – আপ এ ইসলামিক ফাইনান্স চালু করেছেন।
উন্নয়ন্ সংস্কৃতি ও শান্তির এই জনপদে
বৈষম্যহীন নান্দাইল দায়ী (ময়মনসিংহ-৯) গড়ার অঙ্গীকার।
নান্দাইল উপজেলায় কৃষি বিপ্লবের মাধ্যমে একটি এগ্রো বিজনেস গড়ে তোলা হবে। ইউনিয়ন ভিত্তিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। যুবসমাজকে মাদকমুক্ত রাখার জন্য শরীর চর্চা ও স্পোর্টস সেন্টার
গড়ে তোলা হবে। মানসম্পন্ন গণগ্রন্থাগার স্হাপন করা হবে। জনগণ ও প্রশাসনের সহযোগিতায় সন্ত্রাস- চাঁদাবাজি বন্ধ করে
জনগনের জানমাল এবং পৌরসভায় সবার স্বাভাবিক নিশ্চিত বসবাস নিশ্চিত করা হবে। সুবিধা বঞ্চিত অসহায়,বিধবা, স্বামী পরিত্যাক্তা কর্মে -অক্ষম নারীদের আত্মকর্মসংস্থান ও পূর্ণবাসন মূলক কার্যক্রম গ্রহণ করা হবে। ১৯৪৭, ১৯৭১, ২০২৪ জুলাই বিপ্লবের জনতার প্রত্যাশায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।প্রত্যেকটি ইউনিয়নকে স্বাবলম্বী করে গড়ে তোলার
মাধ্যমে সাস্টেইনেবল ইউনিয়ন গড়ে তোলা হবে। সকল ধর্মের, গোত্রের, বর্ণের
মানুষকে নিয়ে এক সত্যিকারের ইনক্লুসিভ
নান্দাইল গড়ে তোলা হবে। ময়মনসিংহ নান্দাইল ৯ আসনকে বাংলাদেশের সংসদীয় আসনগুলোর মধ্য মডেল আসনে পরিণত করা হবে।