গফরগাঁওয়ের লামকাইনে বজ্রপাতে কৃষকের মৃত্যু, সাথে মারা গেলো তাঁর দুই গরু

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

 

আশরাফ আলী ফারুকী 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রাঘাতে সোহাগ মিয়া (৪০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার সঙ্গে মাঠে থাকা দুটি গরুও প্রাণ হারায়। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন গ্রামে ব্রহ্মপুত্র নদীর চরে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হজরত আলী ক্বারির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি গবাদিপশু পালন করে পরিবার চালাতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোহাগ মিয়া শনিবার দুপুরে তার দুটি গরু নিয়ে বাড়ি থেকে বের হন। ব্রহ্মপুত্র নদীর চর এলাকায় গরু চরানোর সময় হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতটি সোজা এসে পড়ে সোহাগ মিয়ার ওপর। তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। বজ্রাঘাতে সঙ্গে থাকা দুটি গরুও মারা যায়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করেন। এসময় পরিবার ও এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

নিহতের চাচাতো ভাই ও লামকাইন ওয়াহেদিয়া দাখিল মাদরাসার শিক্ষক ফেরদৌস আহমেদ মাস্টার জানান, সোহাগ মিয়া ছিলেন একজন সহজ-সরল মানুষ। সংসারে তার বৃদ্ধ মা, স্ত্রী ও দুটি শিশু সন্তান রয়েছে। প্রতিদিনের মতো মাঠে গরু চড়াতে গিয়েই এমন মর্মান্তিক মৃত্যু হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।

তিনি আরও জানান, সোহাগ মিয়া তার পরিবারকে নিয়ে চরম অর্থনৈতিক সংকটে ছিলেন। এখন তার মৃত্যুতে পরিবারটি একেবারে দিশেহারা হয়ে পড়েছে।

বজ্রপাতের এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, নদীর চর এলাকায় যারা কৃষিকাজ ও পশু পালনের সঙ্গে যুক্ত, তাদের জন্য আগাম আবহাওয়া সতর্কতা ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হোক, যাতে এমন প্রাণহানি এড়ানো সম্ভব হয়।

মন্তব্য করুন