বৃষ্টিভেজা দিনে পাগলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫

নাজমুস সাকিব 

টানা বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলায় পালন করা হয়েছে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাতবার্ষিকী।

শনিবার ৩১ (মে) বিকেলে পাগলা সাহেব আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সকাল থেকে একটানা বৃষ্টিপাত চললেও নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। ভেজা কাপড় আর ছাতা মাথায় নিয়েই সকলে শ্রদ্ধা জানিয়েছেন শহীদ জিয়ার স্মৃতির প্রতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য মো. আব্দুল মালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আল-ফাতাহ্ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সহকারী মহাসচিব মো. জাকারিয়া শরিফ, পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. ইউসুফ, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিম, বিএনপির সাবেক পাগলা থানা সদস্য শাহনেওয়াজ বাচ্চু, কৃষক দলের আহ্বায়ক মো. দীন ইসলাম দিলি, সদস্য সচিব মাহমুদুল হাসান, মৎস্যজীবী দলের সদস্য সচিব মো. সাদির বেপারী, তাঁতিদলের সদস্য সচিব মো. মনির দপ্তরি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. বিপুল মিয়া এবং শ্রমিকদল নেতা শরীফ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক সাহসী ও দূরদর্শী নেতা। তার আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। অনুষ্ঠান শেষে শহীদ জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন