গফরগাঁওয়ে ইউপি সদস্যদের গ্রাম আদালত প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, মে ৩০, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করতে গফরগাঁওয়ে ইউপি সদস্যদের জন্য অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী প্রশিক্ষণ। “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৬৫ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ৭টি ব্যাচে ভাগ হয়ে গ্রাম আদালতের কাঠামো, মামলা গ্রহণ ও নিষ্পত্তির পদ্ধতি, আইনগত ধাপ এবং ন্যায়বিচার নিশ্চিত করার কৌশল বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন বলেন, “গ্রাম আদালত কার্যকরভাবে চালু থাকলে সাধারণ মানুষকে আর জটিল বিচারিক প্রক্রিয়ায় না গিয়ে নিজ গ্রামেই ন্যায়বিচার পাওয়া সম্ভব হবে। এই প্রশিক্ষণ ইউপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং তৃণমূলে বিচার ব্যবস্থা আরও সুসংহত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা এবং স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে ইউপি সদস্যরা মাঠপর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন