

আশরাফ আলী ফারুকী
আবহাওয়ার প্রতিকূলতা আর টানা বৃষ্টির মাঝেও থেমে থাকেনি ইসলামি আদর্শে বিশ্বাসীদের পদচারণা। আজ ২৯ মে (বৃহস্পতিবার) গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ঈমানি চেতনায় উজ্জীবিত দাওয়াতি মিছিল।
ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখার আওতাধীন গফরগাঁও উপজেলা শাখা এ মিছিলের আয়োজন করে। বর্ষণসিক্ত সকালেও মুখ থুবড়ে পড়েনি আয়োজনটি—বরং দেখা গেছে আকাশভাঙা বৃষ্টিকে উপেক্ষা করে তরুণদের উদ্দীপ্ত অংশগ্রহণ। বৃষ্টিতে ভিজেও দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিতে তারা যেভাবে একাগ্রতা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা শুধু একটি কর্মসূচিই নয়—বরং তা ছিল আদর্শিক সংগ্রামের জীবন্ত প্রতিচ্ছবি।
মিছিলে অংশগ্রহণকারীরা কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁদের কণ্ঠে উচ্চারিত স্লোগান ও দীপ্ত পদচারণায় প্রতিফলিত হয়েছে আল্লাহভীরু নেতৃত্বের আকাঙ্ক্ষা এবং ইসলামি মূল্যবোধকে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার সংকল্প।
অনুষ্ঠানে সংগঠনের নেতা উবাইদুল্লাহ উদয়পুরী বলেন, “এই মিছিল প্রমাণ করেছে—আমরা কোনো পরিস্থিতিকে ভয় পাই না। আল্লাহর পথে দাওয়াত দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য। আজকের মিছিল একটি বার্তা দিয়েছে—ঈমানদারদের পথ কাঁটায় ভরা হলেও, তারা পিছু হটে না।”
তারা আরও বলেন, “বৃষ্টির ধারা ছিল আমাদের অগ্রযাত্রার পরীক্ষা, আর আমরা সে পরীক্ষায় উতরে গিয়েছি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, এই প্রচেষ্টা উম্মাহর জাগরণের পথকে আরও মজবুত করবে।
শেষে দেশ, জাতি ও উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত করা হয়।