

আশরাফ আলী ফারুকী
সড়ক দুর্ঘটনায় নিহত বারবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ইমাম উদ্দিন (৮)–এর শোকাহত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন, গফরগাঁও।
আজ বুধবার উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের ‘দুর্ঘটনা/দুর্যোগ/আপদকালীন সাহায্য’ খাত থেকে এই সহায়তা প্রদান করা হয়। সহায়তার অর্থ ইমাম উদ্দিনের পিতা হাবিল উদ্দিনের হাতে তুলে দেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।
এ সময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শিবিরুল ইসলাম, বারবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, নিহত শিক্ষার্থীর ভাই ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি বাড়ির পাশে সড়ক পারাপারের সময় ইমাম উদ্দিন দুর্ঘটনার শিকার হয়। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ইউএনও এন. এম. আবদুল্লাহ আল মামুন বলেন, “শিশু ইমামের করুণ মৃত্যু আমাদের ব্যথিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা করছি।
স্থানীয়রা জানান, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।