জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

আব্দুল হালিম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার (২৬ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক সম্মেলন কক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, চেয়ারম্যান, এসডিএফ ও সাবেক চেয়ারম্যান রাজস্ব বোর্ড, প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাঈদ আহমেদ, কমফোর্ট হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ মঞ্জুরুল হক সাচ্চা, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম,স্মার্ট কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাফর আলী, শিবরাম স্মৃতি প্রি ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আলোর দিগন্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, এডভোকেট সরদার মোঃ শাহ আলম, নজরুল গবেষক মোঃ সাইদুল ইসলাম, মুফতি মুজাহিদুল ইসলাম, মোঃ লিমন মাহমুদ, আব্দুল হালিম, ইসরাত জাহান শিউলি, মরিয়ম রহমান, লাবনী প্রমুখ।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, পুরস্কার প্রদান ও নজরুলের উপর সেমিনার অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃতির পাশাপাশি নজরুল স্মৃতির উপর বক্তব্য প্রদান করেন অতিথিরা

সেমিনার অনুষ্ঠানে উপস্থিত হয়ে চক্ষু বিশেষজ্ঞ ডা. জিয়াউল ইসলাম জিয়া বলেন আমরা এই মহান কবিকে ভারতীয় উপমহাদেশে একটি সম্মানজনক জাগায় রাখতে ব্যর্থ হয়েছি। আমি আশা করি আমার ভবিষ্যত প্রজন্ম এটা ধারন করবেন এবং দেশ কবিকে তার ন্যায্য জায়গায় ভূষিত করবেন।

মন্তব্য করুন