গফরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, মে ২৪, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে গফরগাঁও উপজেলার ধামাইল ঢালীবাড়ি মোড় এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৩ মে শুক্রবার রাতে গফরগাঁও থানা পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে মনির হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৬৫০ পিস ইয়াবা, নগদ ১ লাখ ৮৮ হাজার ৮৪০ টাকা, ৬টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে পরিচালিত এই অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন