ভালুকার ধীতপুরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ রইস উদ্দিন পলাতক

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, মে ২৩, ২০২৫

আশরাফ আলী ফারুকী 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর গ্রামে ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার রইস উদ্দিন (৭০)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শান্তিগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, ওই ছাত্রী বাড়ির পাশে আম কুড়াতে গেলে রইস উদ্দিন কৌশলে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।

ভিকটিমের মা বলেন, “আমার মেয়ে এখনো আতঙ্কে রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

ঘটনার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে পরিবার বিষয়টি ভালুকা থানায় অবহিত করে।

এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,হুমায়ুন কবির জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, দ্রুত তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন