

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একদিনে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুটি শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (২২ মে) উপজেলার বারবাড়ীয়া ও মহিরখারুয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। দুটি দুর্ঘটনাই ঘটেছে যানবাহনের অসতর্কতা ও বেপরোয়া গতির কারণে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে দুপুরে বারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। ওই সময় আনসার ও ভিডিপি’র একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে যান গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশের একটি দল। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে অবস্থানকালে পুলিশের একটি গাড়ি অসাবধানতাবশত বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ইমাম উদ্দিনকে (৮) চাপা দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ইমাম বারবাড়ীয়া ইউনিয়নের বাড়া গ্রামের হাবিল মিয়ার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের দায়িত্বহীনতা ও গাফিলতির কারণেই একটি নিষ্পাপ শিশুকে প্রাণ হারাতে হলো। শিশুটির মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা দোষীদের বিচারের দাবি জানান।
একই দিনে আরেকটি দুর্ঘটনায় প্রাণ হারায় সাড়ে তিন বছরের শিশু আলী হোসেন। গফরগাঁও ইউনিয়নের মহিরখারুয়া বাজার এলাকায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী পিকআপ তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
আলী হোসেন ওই এলাকার অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার ছেলে। তার বাবা জানান, তিনি দুর্ঘটনার সময় বাড়িতে ছিলেন না। পরে খবর পেয়ে বাড়িতে এসে সন্তানের নিথর দেহ দেখতে পান। তবে গাড়ির নম্বর কিংবা চালককে কেউ চিনে না ফেলায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, পিকআপ দুর্ঘটনার ঘটনায় থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
একদিনে দুটি শিশুমৃত্যুর ঘটনায় গফরগাঁওয়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের মেঘ। সচেতন মহল বলছে, সড়কে নিরাপত্তা না থাকায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিতে শিশুদের জীবন আজ ঝুঁকির মুখে। এলাকাবাসীর একটাই প্রশ্ন—এই মৃত্যুর দায় নেবে কে?