

আশরাফ আলী ফারুকী
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি আভিযানিক দল সফল অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
১৭ মে ২০২৫, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ত্রিশাল উপজেলার মোচার বাড়ী মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব। জনৈক সুধাংশ মিত্রের মালিকানাধীন সার্থ মটরস এর সামনে কালিরবাজার হতে বৈলরগামী পাকা সড়কে তল্লাশি চালিয়ে মোঃ বাদল মিয়া (৩৮) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সিনাইর এলাকার বাসিন্দা। অভিযানে তার কাছ থেকে ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য চার লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত ত্রিশাল থানায় হস্তান্তর করে র্যাব-১৪, এ ঘটনায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৪ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।